সরাসরি বিষয়বস্তুতে যান

‘সুসমাচার ঘোষণা করুন!’

যিহোবার সাক্ষিদের সম্মেলন ২০২৪

কোনো প্রবেশমূল্য নেই কোনো চাঁদা দিতে হয় না

কার্যক্রমের প্রধান বিষয়গুলো

প্রথম দিন: সুসমাচারের বইগুলোতে যিশুর জীবনের একেবারে সঠিক তথ্য রয়েছে। এর প্রমাণ লক্ষ করুন। বাইবেলের এই বিবরণগুলো এখন আমাদের জন্য কতটা উপকারজনক, তা জানুন।

দ্বিতীয় দিন: যিশুর জন্ম এবং তাঁর ছোটোবেলা সম্বন্ধে কোন কোন ভবিষ্যদ্‌বাণী করা হয়েছিল আর সেগুলো কীভাবে পরিপূর্ণ হয়েছিল?

তৃতীয় দিন: এখন এই পৃথিবীর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। তা সত্ত্বেও, লক্ষ লক্ষ লোক নিরাপদ বোধ করতে পারে এবং এই বিষয়ে নিশ্চিত থাকতে পারে যে, শীঘ্রই খুব ভালো এক পরিস্থিতি আসবে। “কেন আমরা খারাপ সংবাদগুলো শুনে ভয় পাব না?” শিরোনামের বাইবেলভিত্তিক এই বক্তৃতায় তা তুলে ধরা হবে।

ভিডিও নাটক

সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি: পর্ব ১

জগতের প্রকৃত আলো

যিশুর ছোটোবেলায় বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এর মধ্যে প্রথমটা হল, তাঁর জন্ম অলৌকিকভাবে হয়েছিল। এরপর, এক দুষ্ট রাজা তাঁকে হত্যা করতে চেয়েছিলেন আর তাঁর বাবা-মা তাঁকে নিয়ে মিশরে পালিয়ে গিয়েছিলেন। পরে, যিশু তাঁর দিনের কিছু অভিজ্ঞ গুরুদের তাঁর কথার মাধ্যমে অবাক করে দিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় দিনে দুই পর্বের এই নাটকে এই ঘটনাগুলো এবং অন্যান্য ঘটনা তুলে ধরা হবে।

এই বছরের সম্মেলনের বিষয়ে পরের ভিডিওগুলো দেখুন

আমাদের সম্মেলনে কী হয়?

যিহোবার সাক্ষিদের সম্মেলনগুলোতে গেলে আপনি যা দেখতে পাবেন, তা এই ভিডিও থেকে জানুন।

যিহোবার সাক্ষিদের সম্মেলন ২০২৪: ‘সুসমাচার ঘোষণা করুন!’

এই বছরের সম্মেলনের কার্যক্রমের এক ঝলক দেখুন।

ভিডিও নাটকের ট্রেলার: সুসমাচারের বিবরণে যিশুর জীবনকাহিনি

অনেকেই জানে যে, যিশুর জন্ম অলৌকিকভাবে হয়েছিল। কিন্তু, এর আগে ও পরে কোন ঘটনাগুলো ঘটেছিল?