সরাসরি বিষয়বস্তুতে যান

প্রধান স্বর্গদূত মীখায়েল কে?

প্রধান স্বর্গদূত মীখায়েল কে?

বাইবেলের উত্তর

 বাইবেল থেকে আমরা জানতে পারি মীখায়েল হল যিশুর আরেকটা নাম, যাকে কিছু ধর্ম “সাধু মীখায়েলও” বলে থাকে। পৃথিবীতে আসার আগে তার এই নামই ছিল এবং স্বর্গে ফিরে যাওয়ার পর তার এই একই নাম রয়েছে। a মোশি মারা যাওয়ার পর শয়তানের সঙ্গে মীখায়েলের বাদানুবাদ অর্থাৎ তর্কবিতর্ক হয়েছিল এবং তিনি ঈশ্বরের বার্তা দানিয়েল ভাববাদীর কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন স্বর্গদূতকেও সাহায্য করেছিলেন। (দানিয়েল ১০:১৩, ২১; যিহূদা ৯) মীখায়েল নামের অর্থ হল, “ঈশ্বরের মত কে আছেন?” আর তিনি তার এই নাম অনুযায়ী চলেন। কীভাবে? ঈশ্বরের সার্বভৌমত্ব রক্ষা করার এবং তার শত্রুদের সঙ্গে লড়াই করার মাধ্যমে তিনি তা করে থাকেন।—দানিয়েল ১২:১; প্রকাশিত বাক্য ১২:৭.

 যিশুকে কেন প্রধান স্বর্গদূত মীখায়েল বলা একদম সঠিক, তা নিয়ে বিবেচনা করুন:

  •   মীখায়েল হল “প্রধান স্বর্গদূত।” (যিহূদা ৯) বাইবেলে এই “প্রধান স্বর্গদূত” উপাধিটা কেবলমাত্র দু-বার ব্যবহার করা হয়েছে আর এই দুটো জায়গাতেই এই শব্দটা একবচনে ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে, এই উপাধিটা কেবলমাত্র একজন স্বর্গদূতকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা শাস্ত্রপদে লেখা আছে যে, প্রভু যিশু যাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করা হয়েছে তিনি “জোরগলায় আদেশ সহকারে, প্রধান স্বর্গদূতের স্বর সহকারে ... স্বর্গ থেকে নেমে আসবেন” (১ থিষলনীকীয় ৪:১৬) এখানে যিশুর স্বরকে “প্রধান স্বর্গদূতের স্বর” বলা হয়েছে। তাই এখান থেকে আমরা বুঝতে পারি যে, তিনিই হলেন সেই প্রধান স্বর্গদূত মীখায়েল।

  •   মীখায়েলের অধীনে স্বর্গদূতদের এক বিরাট বাহিনী রয়েছে। “মীখায়েল এবং তাঁর স্বর্গদূতেরা সেই ভয়ংকর সাপের [শয়তানের] বিরুদ্ধে যুদ্ধ করল।” (প্রকাশিত বাক্য ১২:৭) স্বর্গদূতদের মধ্যে মীখায়েলের কাছে সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে কারণ তিনি হলেন ‘প্রধান অধ্যক্ষ’ আর এমনকী তাকে ‘মহান্‌ অধ্যক্ষও’ বলা হয়েছে। (দানিয়েল ১০:১৩, ২১; ১২:১) বাইবেলের নতুন নিয়মের একজন স্কলার ডেভিড ই. আউন বলেন, এই উপাধিগুলো থেকে এটা বোঝা যায় যে, মীখায়েল হল “স্বর্গদূতদের যে বিরাট বাহিনী রয়েছে তার সেনাপতি বা প্রধান।”

     বাইবেলে আরও একটা নাম উল্লেখ রয়েছে যার কাছে স্বর্গদূতদের এই বাহিনীর উপর। ক্ষমতা রয়েছে। সেখানে লেখা রয়েছে, “প্রভু যিশু স্বর্গ থেকে তাঁর শক্তিশালী স্বর্গদূতদের নিয়ে প্রকাশিত হবেন, জ্বলন্ত অগ্নিশিখায় প্রকাশিত হবেন। সেই সময়ে তিনি এমন লোকদের শাস্তি দেবেন, যারা ঈশ্বরকে জানে না।” (২ থিষলনীকীয় ১:৭, ৮; মথি ১৬:২৭) যিশু “স্বর্গে গিয়েছেন ... আর স্বর্গদূতদের এবং যাদের কর্তৃত্ব ও ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের তাঁর বশীভূত করা হয়েছে।” (১ পিতর ৩:২১, ২২) এটা কখনোই হতে পারে না যে, যিশু এবং মীখায়েল দু-জনকে স্বর্গদূতদের সেনাপতি হিসেবে নিযুক্ত করে ঈশ্বর তাদের একে অন্যের প্রতিদ্বন্দী তুলবেন! তাই এটা বলা যুক্তিযুক্ত যে, যিশু ও মীখায়েল হল একই ব্যক্তি।

  •   মীখায়েল সেই সময় “উঠিয়া দাঁড়াইবেন” যখন “সঙ্কটের কাল উপস্থিত হইবে, যাহা আগে কখনও হয় নাই।” (দানিয়েল ১২:১) দানিয়েল বইয়ে “উঠিয়া দাঁড়াইবেন” শব্দটা তখনই ব্যবহার করা হয়েছে যখন কোন রাজা কোন বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে ছিলেন। (দানিয়েল ১১:২-৪, ২১) যিশু খ্রিস্ট যাকে “ঈশ্বরের বাক্য” বলা হয়েছে, তিনি খুব শীঘ্রই “রাজাদের রাজা” হিসেবে ঈশ্বরের রাজ্যের শত্রুদের বিপক্ষে পদক্ষেপ নেবেন এবং ঈশ্বরের লোকদের রক্ষা করবেন। (প্রকাশিত বাক্য ১৯:১১-১৬) যিশু এটা সেই সময় করবেন যখন “এমন মহাক্লেশ হবে, যা এই জগতের শুরু থেকে এই পর্যন্ত কখনো হয়নি।”—মথি ২৪:২১, ৪২.

a বাইবেলে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের একের অধিক নাম রয়েছে যেমন, যাকোবকে ইস্রায়েল, পিতরকে শিমোন এবং থদ্দেয়কে যিহূদা বলা হয়েছে।—আদিপুস্তক ৪৯:১, ২; মথি ১০:২, ৩; মার্ক ৩:১৮; প্রেরিত ১:১৩.