সরাসরি বিষয়বস্তুতে যান

বিয়ে না করে একসঙ্গে থাকার বিষয়ে বাইবেল কী বলে?

বিয়ে না করে একসঙ্গে থাকার বিষয়ে বাইবেল কী বলে?

বাইবেল কী উত্তর দেয়?

 বাইবেল বলে যে, ঈশ্বরের ইচ্ছা হল আমরা যেন “যৌন অনৈতিকতা থেকে পৃথক” হই। (১ থিষলনীকীয় ৪:৩) বাইবেলে “যৌন অনৈতিকতা” বলতে ব্যভিচার, সমকামিতা এবং বিয়ের বাইরে একজন পুরুষ ও নারীর মধ্যে হওয়া যৌনসম্পর্ককে বোঝায়।

 একজন পুরুষ ও নারী বিয়ে করবে কি করবে না, তা কেন ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ?

  •   ঈশ্বরই বিয়ের ব্যবস্থা করেছেন। তিনি যখন প্রথম মানবদম্পতিকে একত্রিত করেন, তখনই তিনি বিয়ের সূত্রপাত করেন। (আদিপুস্তক ২:২২-২৪) একজন পুরুষ ও নারী বিয়ে না করেই একত্রে থাকুক, তা ঈশ্বরের উদ্দেশ্য ছিল না।

  •   ঈশ্বর জানেন মানবজাতির জন্য সর্বোত্তমটা কী। ঈশ্বর এমনভাবে বিয়ের ব্যবস্থা করেছেন, যাতে একজন পুরুষ ও একজন নারী স্থায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এর দ্বারা পরিবারের প্রত্যেকেই উপকৃত হয় এবং সুরক্ষিত থাকে। একটা সাধারণ দৃষ্টান্ত বিবেচনা করুন। একজন কারিগর যেমন একটা আসবাব কীভাবে জোড়া লাগানো যায়, সেই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন, ঠিক একইভাবে ঈশ্বর আমাদের নির্দেশনা দেন, কীভাবে এক সফল পরিবার গড়ে তোলা যায়। যারা ঈশ্বরের মান অনুযায়ী জীবনযাপন করে, তারা সবসময়ই উপকার পায়।—যিশাইয় ৪৮:১৭, ১৮.

    একজন কারিগর যেমন একটা আসবাব কীভাবে জোড়া লাগানো যায়, সেই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন, ঠিক একইভাবে ঈশ্বর আমাদের নির্দেশনা দেন, কীভাবে এক সফল পরিবার গড়ে তোলা যায়

  •   বিয়ের বাইরে যৌনসম্পর্ক হলে অনেক খারাপ পরিণতি ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ, এর ফলে অবাঞ্ছিত গর্ভধারণ, যৌনবাহিত রোগ এবং আবেগগত সমস্যা দেখা দিতে পারে। a

  •   ঈশ্বর পুরুষ ও মহিলাকে যৌনাঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন, যাতে তারা সন্তানের জন্ম দিতে পারে। ঈশ্বর জীবনকে পবিত্র হিসেবে দেখেন আর সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তাঁর কাছ থেকে পাওয়া এক মূল্যবান উপহার। ঈশ্বর চান, আমরা যেন বিয়ের ব্যবস্থা মেনে চলার মাধ্যমে এই উপহারের প্রতি সম্মান দেখাই।—ইব্রীয় ১৩:৪.

 বিবাহসাথি যোগ্য হবে কি না, তা পরীক্ষা করে দেখার জন্য বিয়ের আগে একসঙ্গে থাকার বিষয়ে কী বলা যায়?

 বিয়েকে সফল করে তোলার জন্য এটা জরুরি নয় যে, প্রতিশ্রুতি করার আগেই “পরীক্ষামূলকভাবে” একসঙ্গে থাকতে হবে। এর পরিবর্তে, বিয়ের সম্পর্ক আরও দৃঢ় হয়, যখন উভয় সাথি তাদের প্রতিশ্রুতিতে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য একসঙ্গে কাজ করে। b বিয়ে এই প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।—মথি ১৯:৬.

 কীভাবে দম্পতিরা বিয়ের বন্ধনকে দৃঢ় করতে পারে?

 কোনো বিয়েই নিখুঁত নয়। তবে, দম্পতিরা বাইবেলের পরামর্শ মেনে চলার মাধ্যমে তাদের বিয়েকে সফল করে তুলতে পারে। কিছু উদাহরণ বিবেচনা করুন:

bসফল পরিবার—প্রতিশ্রুতি” শিরোনামে প্রবন্ধটা দেখুন।