সরাসরি বিষয়বস্তুতে যান

কীভাবে যিশু আমাদের রক্ষা করেছেন?

কীভাবে যিশু আমাদের রক্ষা করেছেন?

বাইবেলের উত্তর

 যিশু তাঁর জীবন মুক্তির মূল্য হিসেবে দেওয়ার মাধ্যমে বিশ্বস্ত লোকদের জীবন রক্ষা করেন। (মথি ২০:২৮) তাই, বাইবেলে যিশুকে “জগতের ত্রাণকর্তা” বলা হয়েছে। (১ যোহন ৪:১৪) বাইবেল এও জানায়: “অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কারণ আকাশের নীচে অন্য কোনো মানুষকে সেই নাম দেওয়া হয়নি, যে-নামে আমরা রক্ষা পেতে পারি।”—প্রেরিত ৪:১২.

 যিশু তাঁর জীবন দেওয়ার মাধ্যমে, যারা তাঁর উপর বিশ্বাস করে, তাদের “প্রত্যেকের হয়ে মৃত্যুর স্বাদ” নিয়েছিলেন। (ইব্রীয় ২:৯; যোহন ৩:১৬) পরে, “ঈশ্বর তাঁকে পুনরুত্থিত করেছেন” এবং যিশু একজন আত্মিক প্রাণী হিসেবে স্বর্গে ফিরে গিয়েছিলেন। (প্রেরিত ৩:১৫) আর স্বর্গ থেকে যিশু ‘সেইসমস্ত ব্যক্তিদের পুরোপুরিভাবে রক্ষা করতে সমর্থ, যারা তাঁর মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হয়, কারণ তাদের হয়ে বিনতি করার জন্য তিনি সবসময় জীবিত আছেন।’—ইব্রীয় ৭:২৫.

আমাদের হয়ে বিনতি করার জন্য কেন যিশুকে প্রয়োজন?

 আমরা সবাই পাপী। (রোমীয় ৩:২৩) আর পাপ আমাদের ও ঈশ্বরের মাঝে এক দেওয়াল তৈরি করে এবং আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায়। (রোমীয় ৬:২৩) কিন্তু, যারা যিশু খ্রিস্টের মুক্তির মূল্যের উপর বিশ্বাস করে, তাদের জন্য তিনি একজন “উকিল” হিসেবে কাজ করেন। (১ যোহন ২:১, ফুটনোট) তারা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তাদের পাপের জন্য তাঁর কাছে ক্ষমা চায়, তখন যিশু তাদের হয়ে তাঁর পিতার কাছে বিনতি করেন, যেন ঈশ্বর যিশুর মুক্তির মূল্যের উপর ভিত্তি করে তাদের প্রার্থনা শোনেন এবং ক্ষমা করেন। (মথি ১:২১; রোমীয় ৮:৩৪) আর ঈশ্বর যিশুর করা বিনতিগুলো শোনেন এবং সেগুলোর উত্তর দেন, কারণ সেই বিনতিগুলো তাঁর ইচ্ছার সঙ্গে মিল রেখেই করা হয়। ঈশ্বর যিশুকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন ‘তাঁর মাধ্যমে জগৎ রক্ষা’ পায়।—যোহন ৩:১৭.

রক্ষা পাওয়ার জন্য যিশুর উপর শুধু বিশ্বাস করাই কি যথেষ্ট?

 না। এটা ঠিক যে, রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই যিশুর উপর বিশ্বাস করতে হবে, কিন্তু আমাদের আরও কিছু করতে হবে। (প্রেরিত ১৬:৩০, ৩১) বাইবেল জানায়: “ঠিক যেমন জীবনীশক্তি ছাড়া দেহ মৃত, তেমনই কাজ ছাড়া বিশ্বাসও মৃত।” (যাকোব ২:২৬) তাই, রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই:

  •   যিশু সম্বন্ধে এবং তাঁর পিতা যিহোবা সম্বন্ধে জানতে হবে।—যোহন ১৭:৩.

  •   তাদের উপর বিশ্বাস গড়ে তুলতে হবে।—যোহন ১২:৪৪; ১৪:১.

  •   তাদের বাধ্য থাকতে হবে আর এভাবে কাজের মাধ্যমে আমাদের বিশ্বাস দেখাতে হবে। (লূক ৬:৪৬; ১ যোহন ২:১৭) যিশু শিক্ষা দিয়েছিলেন যে, যারা তাঁকে “হে প্রভু, হে প্রভু” বলে, তারা প্রত্যেকেই যে রক্ষা পাবে এমন নয়, বরং শুধু তারাই রক্ষা পাবে, যারা তাঁর “স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে।”—মথি ৭:২১.

  •   কাজের মাধ্যমে বিশ্বাস দেখিয়ে যেতে হবে, এমনকী কঠিন পরিস্থিতিতে থাকার সময়ও। আর এটা যিশুর এই কথা থেকে স্পষ্টভাবে বোঝা যায়: “যে-কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সে-ই রক্ষা পাবে।”—মথি ২৪:১৩.