সরাসরি বিষয়বস্তুতে যান

এটা কি সুপরিকল্পিতভাবে সৃষ্ট?

লিম্পেটের দাঁতের গঠন

লিম্পেটের দাঁতের গঠন

 লিম্পেট হল এক ধরনের শামুক, যেটা সাধারণত জলে পাওয়া যায় আর এর খোলক শঙ্কু আকারের। এর দাঁত এতটাই শক্ত যে, এটা আমাদের অবাক করে দেয়! এর দাঁত গোথাইট নামে এক ধরনের শক্ত খনিজ পদার্থের সরু সরু তন্তু দিয়ে তৈরি হয়ে থাকে, যেগুলো একে অন্যের সঙ্গে শক্তভাবে জড়িয়ে থাকে। এর দাঁত নরম প্রোটিনের একটা ছাঁচের মধ্যে থাকে।

 বিবেচনা করুন: এই লিম্পেটের মুখে জিভের মতো কিছু-একটা রয়েছে, যেটাকে র্‌যাডুলা বলা হয়। এই র্‌যাডুলার চারিপাশে সারিবদ্ধভাবে ছোটো ছোটো বাঁকানো দাঁত রয়েছে। প্রতিটা দাঁত ১ মিলিমিটারের (৩/৬৪ ইঞ্চি) চেয়েও ছোটো। লিম্পেট এর দাঁত দিয়ে চাঁচার কাজ করে থাকে। এর দাঁত এতটাই শক্তিশালী যে, এই লিম্পেট সমুদ্রের মধ্যে থাকা বড়ো বড়ো শিলা থেকে শ্যাওলা চেঁচে খাওয়ার জন্য তা ব্যবহার করে থাকে।

 গবেষকেরা খুবই উন্নত মানের অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ ব্যবহার করে এটা পরীক্ষা করেছে যে, এই লিম্পেটের দাঁত কতটা শক্তিশালী। তারা গবেষণা করে দেখেছে যে, আজ পর্যন্ত মানুষ যে-সমস্ত বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছে, সেগুলোর মধ্যে লিম্পেটের দাঁতের চাপ সহ্য করার ক্ষমতা সবচেয়ে বেশি। এর চাপ সহ্য করার ক্ষমতা এমনকী মাকড়সার তৈরি রেশমের চেয়েও অনেক বেশি। এই গবেষণার প্রধান গবেষক বলেছেন: “আমাদেরও এই লিম্পেটের দাঁতের গঠন নকল করে মজবুত ও টেকসই জিনিস বানাতে হবে।”

 গবেষকেরা মনে করে যে, লিম্পেটের দাঁত যে-পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে, সেটার কৃত্রিম রূপ ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা যেতে পারে। যেমন, গাড়ি, নৌকা, প্লেন বা এমনকী কৃত্রিম দাঁতও তৈরি করা যেতে পারে।

 আপনি কী মনে করেন? লিম্পেটের দাঁত কি ক্রমবিবর্তনের মাধ্যমে এসেছে? না কি এটাকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে?