সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যেভাবে আপনার দান ব্যবহার করা হয়

কিংডম হল রক্ষণাবেক্ষণের কাজ

কিংডম হল রক্ষণাবেক্ষণের কাজ

এপ্রিল ১, ২০২৪

 কলম্বিয়ার একজন যুবতী বোন নিকোল বলেন: “আমি কিংডম হলে যেতে খুব ভালোবাসি। এটা এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের ভাই-বোনদের সঙ্গে থাকতে পারি।” আপনিও কি তা-ই মনে করেন?

 সারা বিশ্বে যিহোবার সাক্ষিরা প্রায় ৬৩,০০০-এরও বেশি কিংডম হলে মিলিত হয়। এই বিল্ডিংগুলোতে আমরা ঈশ্বরের উপাসনা করি। এছাড়াও এখানে আরও কিছু করা হয়ে থাকে। কলম্বিয়ার একজন অগ্রগামী ভাই, ডেভিড বলেন: “আমাদের কিংডম হল শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলে। আমরা এই হলকে কত ভালো অবস্থায় রেখেছি তা দেখে, যারা কিংডম হলে আসেন তারা অবাক হয়ে যান। তবে এটা কিন্তু রাতারাতি হয়ে যায় না। কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং রক্ষণাবেক্ষণের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। কীভাবে এই কাজের দেখাশোনা করা হয়ে থাকে?

কীভাবে রক্ষণাবেক্ষণের কাজ সুসংগঠিত করা হয়?

 যে মণ্ডলীগুলো কিংডম হল ব্যবহার করে, তারাই এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে থাকে। ভাই-বোনেরা নিয়মিতভাবে কিংডম হল পরিষ্কার করে, এছাড়া তারা তাৎক্ষণিক রক্ষণাবেক্ষণ এবং ছোটোখাটো মেরামতও করে থাকে।

 স্থানীয় নকশা ও নির্মাণ বিভাগ কিছু ভাইদের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করে, যারা মণ্ডলীগুলোকে তাদের কিংডম হলের যত্ন নিতে সাহায্য করে। প্রত্যেক রক্ষণাবেক্ষণ প্রশিক্ষক, প্রায় ছয় থেকে দশটা কিংডম হলের দেখাশোনা করে থাকেন। তিনি প্রতিটা মণ্ডলীতে গিয়ে সেখানকার প্রকাশকদের প্রশিক্ষণ দেন যে, কীভাবে তারা তাদের হলের যত্ন নেবে। প্রতি তিন বছর অন্তর তিনি প্রত্যেকটা কিংডম হল পরীক্ষা করে দেখেন যে, সেটাতে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোন কোন কাজগুলোর প্রয়োজন রয়েছে।

রক্ষণাবেক্ষণ প্রশিক্ষকরা আমাদের কিংডম হলকে ভালো অবস্থায় রাখতে সাহায্য করেন

 আমাদের ভাই-বোনেরা রক্ষণাবেক্ষণ প্রশিক্ষকের দেওয়া প্রশিক্ষণের জন্য খুবই কৃতজ্ঞ। ইন্দুমতী নামে ভারতের একজন বোন বলেন: “সেই প্রশিক্ষণ চমৎকার ছিল। কীভাবে আমাদের হলটাকে ভালো অবস্থায় রাখা যায়, তা শিখতে পেরে আমি খুব খুশি হয়েছি।” কেনিয়ার একজন ভাই এভানস বলেন: “আমরা শিখেছিলাম, ছোটো খাটো সমস্যাগুলো বড়ো হওয়ার আগেই কীভাবে সময়মতো মেরামত করা যায়, যাতে আমরা বেশি খরচ এড়াতে পারি।”

যেভাবে খরচ মেটানো হয়

 একটা কিংডম হল দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর হাজার হাজার ডলার a খরচ হতে পারে। আর এটা নির্ভর করে একটা কিংডম হল কোথায় অবস্থিত, এর বয়স কত এবং কতগুলো মণ্ডলী এটাকে ব্যবহার করে তার উপর। কীভাবে প্রতি বছর কিংডম হলের রক্ষণাবেক্ষণের জন্য হওয়া এই খরচ মেটানো হয়ে থাকে?

 কিংডম হলের রক্ষণাবেক্ষণের খরচ, দানের মাধ্যমে মেটানো হয়। কাজাখস্তানের একজন ভাই আলেকজান্ডার ব্যাখ্যা করেন: “এই দানের কিছু অংশ ইন্টারনেট, জল ও ইলেকট্রিসিটির জন্য ব্যবহার করা হয়, আর দানের বাকিটা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন টিস্যু পেপার, গ্লাভ্‌স, পরিষ্কার করার জিনিসপত্র এবং রং কেনার জন্য ব্যবহার করা হয়। এছাড়া যেকোনো অতিরিক্ত দান বিশ্বব্যাপী বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যবহার করা হয়।”

বড়ো আকারের রক্ষণাবেক্ষণের কাজ

 যদি একটা কিংডম হলের রক্ষণাবেক্ষণের খরচ সেই হলের দুই বা তিন মাসের খরচের চেয়ে বেশি হয়, তাহলে প্রাচীনরা স্থানীয় নকশা ও নির্মাণ বিভাগের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষকের সঙ্গে পরামর্শ করেন। তিনি যদি অনুমতি দেন তাহলে এই কাজ, বিশ্বব্যাপী কাজের জন্য দেওয়া দান ব্যবহার করে করা হয়ে থাকে। ২০২৩ সালের পরিচর্যা বছরে এই প্রকল্পগুলোর মধ্যে ৮,৭৯৩-টা প্রকল্পে কাজ করা হয়েছে, যেখানে খরচ হয়েছে ৭৬৬ লক্ষ ডলার। আসুন, এই প্রকল্পগুলোর মধ্যে দুটোর বিষয়ে একটু জানি।

 অ্যাংগোলায় থাকা ১৫ বছরের পুরোনো একটা কিংডম হলে বিভিন্ন সমস্যা ছিল এবং এটার বৈদ্যুতিক ব্যবস্থা খুবই খারাপ ছিল। এর দেওয়ালগুলোতে ফাটল ধরেছিল আর কিংডম হলের জল প্রতিবেশীদের বাড়িতে ঢুকে যেত। এই সমস্যাগুলো সমাধান করার জন্য স্থানীয় নকশা ও নির্মাণ বিভাগ একটা প্রকল্পের ব্যবস্থা করে, আর এই প্রকল্পে ৯,২৮৫ ডলার খরচ হয়েছে। প্রতিবেশীরা এই কাজের জন্য ধন্যবাদ দিয়েছিল এবং যেভাবে কাজ করা হয়েছিল তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল।

মেরামত করার পর অ্যাংগোলার একটা কিংডম হল

 পোল্যান্ডের একটা কিংডম হলের ছাদ ফুটো হয়ে জল পড়ে মেঝের কার্পেট খারাপ হয়ে গিয়েছিল। স্থানীয় নকশা ও নির্মাণ বিভাগ সেই ছাদ মেরামত করার এবং নতুন কার্পেট লাগানোর অনুমোদন দেয়। আর এই প্রকল্পে ৯,৭৫৭ ডলার খরচ হয়েছে, আর এর ফলে বেশ কিছু বছরের জন্য এই কিংডম হলে বড়ো ধরনের কোনো মেরামত করার প্রয়োজন হবে না।

পোল্যান্ডের একটা কিংডম হলে মেরামতের কাজ চলছে

রক্ষণাবেক্ষণ যা যিহোবার গৌরব আনে

 রক্ষণাবেক্ষণ করা শুধুমাত্র মূল্যবান দানের টাকা বাঁচায় তা-ই নয়, কিন্তু এটা যিহোবার গৌরবও নিয়ে আসে। শন্‌ যিনি টঙ্গায় থাকেন বলেন: “রক্ষণাবেক্ষণের কাজের ফলে আমরা এমন একটা সুশৃঙ্খল ও পরিষ্কার পরিচ্ছন্ন কিংডম হলে যিহোবাকে উপাসনা করতে পারি, যেটা আমাদের এলাকায় থাকা সমস্ত ব্যক্তির মনে তার নাম সম্বন্ধে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। আমরা আমাদের কিংডম হলে লোকদেরকে আমন্ত্রণ জানাতে পেরে গর্ববোধ করি।”

আপনি কীভাবে সাহায্য করতে পারেন?

 আমরা সবাই আমাদের উপাসনাস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামত করার কাজে সাহায্য করতে পারি। অস্ট্রেলিয়ার একজন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষক মারিনো বলেন: “আমরা সবাই আমাদের কিংডম হলের যত্ন নেওয়ার এই চমৎকার কাজে অংশ নিতে পারি। এটা করার দ্বারা আমরা আমাদের উৎসর্গীকৃত দান খরচ করার ক্ষেত্রে সতর্ক থাকি যাতে, এটা যেখানে বেশি প্রয়োজন সেখানে ব্যবহার করা যায়।”

 ভারতের একজন ভাই জোয়েল তার নিজের কিংডম হলের রক্ষণাবেক্ষণ করার কাজকে খুবই উপভোগ করেন। তিনি বলেন: “আমি যখন আমার ভাইদের সঙ্গে একসঙ্গে কাজ করি তখন সেটা আমাকে পরমদেশে কাজ করা কেমন হবে তা কল্পনা করতে সাহায্য করে।” নিকোল যার সম্বন্ধে আগে বলা হয়েছিল, বলেন: “সম্প্রতি ভাইয়েরা বাথরুমের একটা লিকেজ সারিয়েছিল আর আমি সেখানে পড়ে থাকা জল মুছেছিলাম, যদিও আমি সেই লিকেজ সারাতে পারিনি কিন্তু তবুও একটা দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রে সাহায্য করতে পেরেছিলাম।”

 আপনি যদি আপনার কিংডম হলের রক্ষণাবেক্ষণের কাজে অংশ নিতে চান, তাহলে স্থানীয় একজন প্রাচীনের সঙ্গে কথা বলুন। এছাড়াও আপনি যে দান দিয়ে থাকেন তা শুধু আপনার কিংডম হলের রক্ষণাবেক্ষণই নয়, কিন্তু সারা পৃথিবীতে থাকা অন্যান্য কিংডম হলের রক্ষণাবেক্ষণেও সাহায্য করে থাকে। এই দান আপনি আপনার কিংডম হলে রাখা দান বাক্সের মাধ্যমে অথবা donate.dan124.com. -এর মাধ্যমেও করতে পারেন। আমরা আপনার এই উদার দানের জন্য সত্যিই কৃতজ্ঞ।

আমরা সবাই আমাদের কিংডম হলের যত্ন নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারি।

a এই প্রবন্ধে বলা ডলার আসলে মার্কিন ডলারকে বোঝায়।