সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি যা বিশ্বাস করেন, তা কি বাইবেল থেকে যাচাই করে দেখতে চান?

আপনি যা বিশ্বাস করেন, তা কি বাইবেল থেকে যাচাই করে দেখতে চান?

আপনি কি একজন খ্রিস্টান? যদি হয়ে থাকেন, তা হলে আপনি একা নন; সারা পৃথিবীতে দু-শো কোটিরও বেশি লোক রয়েছে, যারা নিজেদেরকে খ্রিস্টের অনুসারী বলে মনে করে। বর্তমানে, হাজার হাজার খ্রিস্টান সম্প্রদায় রয়েছে, তবে তাদের মতবাদ ও দৃষ্টিভঙ্গি আলাদা। তাই, স্বাভাবিকভাবেই আপনি যা বিশ্বাস করেন, তা অন্যান্য সম্প্রদায়ের লোকের চেয়ে আলাদা হতে পারে। কিন্তু প্রশ্ন হল, আপনি যা বিশ্বাস করেন, তা কি সত্যিই গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, যদি আপনি বাইবেলের শিক্ষা অনুযায়ী খ্রিস্টধর্ম পালন করতে চান।

যিশু খ্রিস্টের প্রাথমিক অনুসারীরা “খ্রীষ্টীয়ান” হিসেবে পরিচিত হয়ে ওঠে। (প্রেরিত ১১:২৬) যেহেতু সেইসময় তারা একই বিশ্বাসে বিশ্বাসী ছিল, তাই তাদের শনাক্ত করার জন্য “খ্রীষ্টীয়ান” নামটাই যথেষ্ট ছিল। তারা একতাবদ্ধভাবে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করত। আপনার গির্জার বিষয়ে কী বলা যায়? আপনি কি বিশ্বাস করেন যে, খ্রিস্ট যা শিক্ষা দিতেন এবং তাঁর প্রাথমিক অনুসারীরা যা বিশ্বাস করত, আপনার গির্জাও সেই একই শিক্ষা দেয়? আপনি কীভাবে তা পরীক্ষা করতে পারেন? তা পরীক্ষা করার মাত্র একটাই উপায় রয়েছে আর সেটা হল, মাপকাঠি হিসেবে বাইবেল ব্যবহার করা।

এই বিষয়টা বিবেচনা করুন: যিশু খ্রিস্ট শাস্ত্রকে গভীর সম্মান করতেন কারণ তিনি বিশ্বাস করতেন, এটি ঈশ্বরের বাক্য। যারা মানুষের পরম্পরাগত রীতিনীতিকে প্রাধান্য দিতে গিয়ে বাইবেলের শিক্ষাকে কলুষিত করেছিল, যিশু তাদের ভর্ৎসনা করেছিলেন। (মার্ক ৭:৯-১৩) তাই, আমরা যুক্তিযুক্তভাবে এই উপসংহারে আসতে পারি, যিশুর প্রকৃত অনুসারীরা যেন বাইবেলের উপর ভিত্তি করে তাদের বিশ্বাস গড়ে তোলে। সেইজন্য, প্রত্যেক খ্রিস্টানের নিজেকে জিজ্ঞেস করা উচিত, ‘বাইবেল যা শিক্ষা দেয়, আমার গির্জাও কি একই শিক্ষা দেয়?’ এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার গির্জার শিক্ষার সঙ্গে বাইবেল প্রকৃতপক্ষে যা শিক্ষা দেয়, তা তুলনা করে দেখুন না কেন?

যিশু বলেছিলেন, আমরা যেন বাইবেলে প্রাপ্ত সত্যের উপর ভিত্তি করে ঈশ্বরের উপাসনা করি। (যোহন ৪:২৪; ১৭:১৭) প্রেরিত পৌল বলেছিলেন, আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তা হলে আমাদের “সত্যের তত্ত্বজ্ঞান” বা সঠিক জ্ঞান লাভ করতে হবে। (১ তীমথিয় :৪) তাই, বাইবেলের সত্যের সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে বিশ্বাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে, আমরা পরিত্রাণ লাভ করতে পারব না।

যেভাবে বাইবেলের সাহায্যে আমরা আমাদের বিশ্বাসকে যাচাই করে দেখতে পারি

এই প্রবন্ধের বাক্সে ছ-টা প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা আপনাদের সেই প্রশ্নগুলো পড়ার এবং বাইবেল সেই প্রশ্নগুলোর কী উত্তর দেয়, তা লক্ষ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। উল্লেখিত শাস্ত্রপদগুলো দেখুন এবং উত্তরগুলো নিয়ে চিন্তা করুন। এরপর, নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার গির্জা যা শিক্ষা দেয়, তা কি বাইবেলের এই শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?’

এই প্রশ্নগুলো, আপনাকে আপনার বিশ্বাস বাইবেল থেকে যাচাই করে দেখার জন্য সাহায্য করতে পারে। আপনি কি বাইবেল থেকে আপনার গির্জার অন্যান্য শিক্ষাগুলো যাচাই করে দেখতে চান? যিহোবার সাক্ষিরা বাইবেলের সত্যকে ভালোভাবে যাচাই করে দেখার জন্য আপনাকে সাহায্য করতে পেরে খুশি হবে। আপনি যদি বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন করতে চান, তা হলে একজন সাক্ষিকে আমন্ত্রণ জানাতে পারেন অথবা আমাদের jw.org ওয়েবসাইট দেখতে পারেন। ▪ (w16-E No. 4)