সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেল কী বলে?

বাইবেল কী বলে?

পৃথিবীতে কি কখনো ন্যায়বিচার আসবে?

আপনি কী বলবেন?

  • হ্যাঁ

  • না

  • হয়তো

বাইবেল যা বলে

“আমি জানি সদাপ্রভু দুঃখীদের পক্ষে রায় দেবেন আর অভাবীদের জন্য ন্যায়বিচার করবেন।” (গীতসংহিতা ১৪০:১২, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) ঈশ্বরের রাজ্য পৃথিবীতে ন্যায়বিচার নিয়ে আসবে।

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • ঈশ্বর জগতের বর্তমান অবিচার লক্ষ করছেন আর তিনি এটা ঠিক করবেন।—উপদেশক ৫:৮.

  • ঈশ্বর ন্যায়বিচার স্থাপন করবেন আর এর ফলে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা আসবে।—যিশাইয় ৩২:১৬-১৮.

ঈশ্বর কি পক্ষপাতিত্ব করেন?

কেউ কেউ মনে করে, ঈশ্বর নির্দিষ্ট জাতির লোকেদের আশীর্বাদ করেন কিংবা অভিশাপ দেন। আবার অন্যেরা বিশ্বাস করে যে, ঈশ্বর সকলের সঙ্গে সমানভাবে আচরণ করেন। আপনি কী মনে করেন?

বাইবেল যা বলে

“ঈশ্বর মুখাপেক্ষা [“পক্ষপাতিত্ব,” ইজি-টু-রিড ভারশন] করেন না; কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাঁহাকে ভয় করে ও ধর্ম্মাচরণ করে, সে তাঁহার গ্রাহ্য হয়।” (প্রেরিত ১০:৩৪, ৩৫) ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত মানুষ সমান।

বাইবেল থেকে আমরা আরও কী জানতে পারি?

  • বাইবেলে ‘প্রত্যেক জাতি ও বংশ ও ভাষা ও প্রজাবৃন্দের’ জন্য “সুসমাচার” রয়েছে। —প্রকাশিত বাক্য ১৪:৬.