সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার ভবিষ্যৎ আসলে কীসের উপর নির্ভর করে?

আপনার ভবিষ্যৎ আসলে কীসের উপর নির্ভর করে?

অনেকে মনে করে, ভাগ্য তাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। তাই, তারা এমন বিষয়গুলো করে থাকে, যেগুলোর দ্বারা তারা এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে পারে বলে মনে করে থাকে। সেগুলোর কয়েকটা নীচে তুলে ধরা হল।

অনেকে যে-বিষয়গুলোর উপর নির্ভর করে

জ্যোতিষবিদ্যা: অনেকে মনে করে, তাদের জন্মের সময় নক্ষত্রগুলো যে-অবস্থানে ছিল, সেটা থেকে জানা যায় যে, তাদের ভবিষ্যৎ কেমন হবে। তারা তাদের ভবিষ্যৎ জানার জন্য এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য রাশিফল দেখে থাকে।

ভাগ্যগণনাকারী: অন্যেরা মনে করে, ভাগ্যগণনাকারীরা বলতে পারে, তাদের জীবনে যে-বিষয়গুলো ঘটছে, সেগুলো কেন ঘটছে আর তাদের কী করতে হবে। একবার তারা যদি কারণ খুঁজে পায়, তা হলে তারা হয়তো তাদের উপর আসতে পারে এমন ক্ষতি এড়াতে পারবে, কোনো সমস্যার সমাধান খুঁজে পাবে এবং সফল হতে পারবে।

পূর্বপুরুষদের উপাসনা: আবার অন্যেরা মনে করে, তারা যদি তাদের পূর্বপুরুষদের অথবা বিভিন্ন দেব-দেবীর উপাসনা করে, তা হলে তারা তাদের সুরক্ষা দেবে এবং বিভিন্ন আশীর্বাদ পেতে সাহায্য করবে। ভিয়েতনামে বসবাসরত ভেন * নামে একজন মহিলা বলেন, “আমি মনে করতাম, আমি যদি আমার পূর্বপুরুষদের উপাসনা করি, তা হলে আমি এখনই এক ভালো জীবন লাভ করব আর ভবিষ্যতে আমি এবং আমার সন্তানেরা এক উত্তম জীবন পাব।”

পুনর্জন্ম: অনেকে মনে করে, একজন ব্যক্তি মারা যাওয়ার পর আবার জন্ম নেন আর এটা বার বার হতে থাকে। তারা মনে করে, আগের জীবনে তারা যা করেছে, সেটার উপর ভিত্তি করে তাদের জীবন এখন হয় ভালো, নতুবা খারাপ হয়।

যদিও অনেকে এই বিষয়গুলোকে সত্য বলে মনে করে না কিন্তু তারপরও তারা হাতগণনা, রাশিফল, ওয়াইজা বোর্ড এবং এই ধরনের বিষয়ের উপর নির্ভর করে। তারা মনে করে, এই বিষয়গুলো হয়তো তাদের ভবিষ্যৎ জানতে সাহায্য করবে।

এই বিষয়গুলো কি এক উত্তম ভবিষ্যৎ লাভ করতে সাহায্য করে?

যারা এই বিষয়গুলোর উপর নির্ভর করে থাকে, তারা কি আসলেই এক ভালো জীবন এবং এক উত্তম ভবিষ্যৎ লাভ করে?

ভিয়েতনামে বসবাসরত হাউ নামে একজন ব্যক্তির উদাহরণ লক্ষ্য করুন। নির্দেশনা লাভ করার জন্য তিনি জ্যোতিষবিদ্যা ব্যবহার করতেন এবং পূর্বপুরুষদের উপাসনা করতেন। তিনি কি সঠিক নির্দেশনা লাভ করতে পেরেছিলেন? হাউ বলেন, “আমার অনেক টাকা লোকসান হয়, আমি ঋণের দায়ে জড়িয়ে পড়ি, আমার পরিবারে সমস্যা দেখা দেয় আর আমি একেবারে হতাশ হয়ে পড়ি।”

তাইওয়ানে বসবাসরত কোমিং নামে একজন ব্যক্তিও এই বিষয়গুলোর উপর নির্ভর করতেন। এগুলো নিয়ে ভালোভাবে পরীক্ষা করার পর তিনি বলেন, “আমি দেখেছি, এই শিক্ষাগুলো একটার সঙ্গে আরেকটা মেলে না এবং একটা আরেকটার বিরোধী। আমি দেখেছি, জ্যোতিষীরা যে-ভবিষ্যদ্‌বাণীগুলো করে থাকে, সেগুলোর বেশিরভাগই সঠিক হয় না। আর পুনর্জন্মের ক্ষেত্রে বলা যায়, আপনার যদি আগের জীবনের কথা মনেই না থাকে, তা হলে কীভাবে আপনি নিজেকে পরিবর্তন করবেন এবং পরের জীবনে আরও ভালো করবেন।”

“আমি দেখেছি, এই শিক্ষাগুলো একটার সঙ্গে আরেকটা মেলে না এবং একটা আরেকটার বিরোধী।”—কোমিং, তাইওয়ান

হাউ, কোমিং এবং আরও অনেকে বুঝতে পেরেছে, ভাগ্য, নক্ষত্র, মৃত পূর্বপুরুষ অথবা পুনর্জন্ম আমাদের ভবিষ্যৎ ঠিক করতে পারে না। এর অর্থ কি এই যে, নিজেদের ভবিষ্যতের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই?

অনেকে মনে করে, তারা যদি উচ্চশিক্ষা নেয় এবং ধনসম্পদ অর্জন করে, তা হলে তারা এক উত্তম ভবিষ্যৎ লাভ করবে। যারা এই বিষয়গুলো বেছে নিয়েছিল, তাদের জীবনে কি ঘটেছিল?

^ অনু. 6 এই প্রবন্ধে এবং পরের প্রবন্ধগুলোতে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।

^ অনু. 16 এই কথাগুলো পবিত্র বাইবেলের গালাতীয় ৬:৭ পদে পাওয়া যায়। জনপ্রিয় একটা প্রবাদে একইরকম বিষয় বলা আছে: “যেমন কর্ম তেমন ফল।”