সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিশু খ্রিস্ট কে?

যিশু খ্রিস্ট কে?

ঈশ্বরের বাক্য থেকে শিখুন

যিশু খ্রিস্ট কে?

এই প্রবন্ধ আপনি হয়তো জিজ্ঞেস করেছেন এমন প্রশ্নগুলোকে তুলে ধরে ও আপনার বাইবেলে কোথায় আপনি উত্তরগুলো পেতে পারেন তা দেখায়। যিহোবার সাক্ষিরা আপনার সঙ্গে এই উত্তরগুলো আলোচনা করতে পেরে খুশি হবে।

১. যিশু খ্রিস্ট কে?

অন্য যেকোনো মানুষের বিপরীতে, যিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বে একজন আত্মিক ব্যক্তি হিসেবে স্বর্গে বাস করতেন। (যোহন ৮:২৩) তিনি ছিলেন ঈশ্বরের প্রথম সৃষ্টি আর তিনি অন্যান্য সমস্তকিছু সৃষ্টি করতে সাহায্য করেছিলেন। একমাত্র তিনিই যিহোবার দ্বারা সরাসরি সৃষ্ট হয়েছিলেন আর সেইজন্য তাঁকে ঈশ্বরের ‘একজাত’ পুত্র বলা হয়। যিশু ঈশ্বরের মুখপাত্র হিসেবে কাজ করেছিলেন, তাই তাঁকে “বাক্য”-ও বলা হয়।—যোহন ১:১-৩, ১৪; পড়ুন, হিতোপদেশ ৮:২২, ২৩, ৩০; কলসীয় ১:১৫, ১৬.

২. কেন যিশু পৃথিবীতে এসেছিলেন?

ঈশ্বর স্বর্গ থেকে তাঁর পুত্রের জীবন মরিয়ম নামে একজন যিহুদি কুমারীর গর্ভে স্থানান্তরিত করার দ্বারা তাঁকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই যিশুর কোনো মানব পিতা ছিল না। (লূক ১:৩০-৩৫) যিশু (১) ঈশ্বর সম্বন্ধে সত্য শিক্ষা দেওয়ার, (২) ঈশ্বরের ইচ্ছা পালন করার ক্ষেত্রে এক উদাহরণ স্থাপন করার এবং (৩) তাঁর সিদ্ধ জীবনকে ‘মুক্তির মূল্য’ হিসেবে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন।—পড়ুন, মথি ২০:২৮; যোহন ১৮:৩৭.

৩. কেন আমাদের মুক্তির মূল্যের প্রয়োজন?

মুক্তির মূল্য হল কোনো ব্যক্তিকে বন্দিত্ব থেকে মুক্ত করার জন্য প্রদানকৃত মূল্য। মৃত্যু এবং বার্ধক্য মানবজাতির জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্যের অংশ ছিল না। কীভাবে আমরা তা জানি? ঈশ্বর প্রথম মানুষ আদমকে বলেছিলেন যে, সে যদি বাইবেল যেটাকে পাপ বলে তা করে, তাহলে সে মারা যাবে। আদম যদি পাপ না করত, তাহলে সে কখনো মারা যেত না। যদিও আদম পরবর্তী আরও কয়েক শতাব্দী পর্যন্ত বেঁচে ছিল কিন্তু সে ঈশ্বরের প্রতি অবাধ্য হওয়ার দিন থেকেই মারা যেতে শুরু করেছিল। (আদিপুস্তক ২:১৬, ১৭; ৫:৫) আদমের কাছ থেকেই তার সমস্ত বংশধরেরা পাপ ও এটার শাস্তি স্বরূপ মৃত্যু পেয়েছে। এভাবে, মৃত্যু আদমের মাধ্যমে মানবজাতির জগতে ‘প্রবেশ করিয়াছিল।’ এই কারণেই, আমাদের মুক্তির মূল্যের প্রয়োজন।—পড়ুন, রোমীয় ৫:১২; ৬:২৩.

৪. কেন যিশুকে মারা যেতে হয়েছিল?

আমাদেরকে মৃত্যু থেকে উদ্ধার করার জন্য কে মুক্তির মূল্য প্রদান করতে পারত? আমাদের নিজেদের পাপের শাস্তি স্বরূপ আমরা মারা যাই। যেহেতু আমরা অসিদ্ধ, তাই আমরা কারো জন্য মুক্তির মূল্য প্রদান করতে পারি না।—পড়ুন, গীতসংহিতা ৪৯:৭.

যেহেতু যিশু কোনো মানব পিতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে অসিদ্ধতা পাননি, তাই তাঁকে নিজের পাপের জন্য নয় কিন্তু অন্যদের পাপের জন্য মারা যেতে হয়েছিল। মানবজাতির জন্য ঈশ্বরের অসাধারণ প্রেমের এক প্রকাশ হিসেবে, আমাদের জন্য মৃত্যুবরণ করতে তিনি তাঁর পুত্রকে পাঠিয়েছিলেন। এ ছাড়া, যিশুও তাঁর পিতার বাধ্য হয়ে এবং আমাদের পাপের জন্য তাঁর জীবন দান করে আমাদের প্রতি তাঁর প্রেম দেখিয়েছেন।—পড়ুন, যোহন ৩:১৬; রোমীয় ৫:১৮, ১৯.

৫. যিশু এখন কী করছেন?

অসুস্থদের সুস্থ করার, মৃতদের পুনরুত্থান করার এবং লোকেদেরকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করতে তাঁর জীবন দান করার দ্বারা যিশু দেখিয়েছিলেন যে, সমস্ত বাধ্য মানবজাতির জন্য তিনি পরিশেষে কী করবেন। (লূক ১৮:৩৫-৪২; যোহন ৫:২৮, ২৯) যিশু মারা যাওয়ার পর, ঈশ্বর এক আত্মিক ব্যক্তি হিসেবে তাঁকে জীবনে ফিরিয়ে এনেছিলেন। (১ পিতর ৩:১৮) এরপর যত দিন না যিহোবা তাঁকে সমস্ত পৃথিবীর ওপর রাজা হিসেবে শাসন করার ক্ষমতা দিয়েছিলেন, তত দিন পর্যন্ত যিশু ঈশ্বরের দক্ষিণে বসে অপেক্ষা করেছিলেন। (ইব্রীয় ১০:১২, ১৩) এখন যিশু রাজা হিসেবে স্বর্গে শাসন করছেন আর পৃথিবীতে তাঁর অনুসারীরা বিশ্বব্যাপী সুসমাচার ঘোষণা করছে।—পড়ুন, দানিয়েল ৭:১৩, ১৪; মথি ২৪:১৪.

শীঘ্র, যিশু সমস্ত দুঃখকষ্ট দূর করার এবং যারা তা ঘটায় তাদেরকে ধ্বংস করার জন্য রাজা হিসেবে তাঁর ক্ষমতাকে ব্যবহার করবেন। লক্ষ লক্ষ লোক যারা যিশুর ওপর বিশ্বাস করে এবং তাঁর বাধ্য হয় তারা এক পরমদেশ পৃথিবীতে জীবন উপভোগ করবে।—পড়ুন, গীতসংহিতা ৩৭:৯-১১. (w১১-E ০৩/০১)

আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এই বইয়ের ৪ অধ্যায় দেখুন।

[২৯ পৃষ্ঠার চিত্র]

লক্ষ লক্ষ লোক যারা যিশুর ওপর বিশ্বাস করে এবং তাঁর বাধ্য হয় তারা এক পরমদেশ পৃথিবীতে জীবন উপভোগ করবে