মথি লিখিত সুসমাচার ৩:১-১৭

  • যোহন বাপ্তাইজক প্রচার করেন (১-১২)

  • যিশুর বাপ্তিস্ম (১৩-১৭)

 পরে যোহন বাপ্তাইজক যিহূদিয়ার প্রান্তরে এসে প্রচার করতে লাগলেন ২  এবং বলতে লাগলেন: “অনুতপ্ত হও, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গিয়েছে।” ৩  ইনিই সেই ব্যক্তি, যার বিষয়ে ভাববাদী যিশাইয়ের মাধ্যমে এই কথাগুলো বলা হয়েছিল: “প্রান্তরে একজন উচ্চস্বরে ঘোষণা করছে: ‘যিহোবার* পথ প্রস্তুত করো! তাঁর পথ পরিষ্কার করো।’” ৪  যোহন উটের লোমের কাপড় এবং চামড়ার কোমরবন্ধনী* পরতেন। আর তার খাবার ছিল পঙ্গপাল ও বনমধু। ৫  তখন জেরুসালেম, সমস্ত যিহূদিয়া ও জর্ডনের আশেপাশের সমস্ত অঞ্চল থেকে লোকেরা তার কাছে যেতে শুরু করল ৬  এবং খোলাখুলিভাবে নিজেদের পাপ স্বীকার করে তার কাছে জর্ডন নদীতে বাপ্তিস্ম নিতে* লাগল। ৭  তিনি যখন অনেক ফরীশী* ও সদ্দূকীকে* বাপ্তিস্ম নেওয়ার জন্য আসতে দেখলেন, তখন তিনি তাদের বললেন: “হে বিষধর সাপের বংশধর, আসন্ন ক্রোধ থেকে পালানোর জন্য কে তোমাদের সাবধান করেছে? ৮  প্রথমে, তোমরা কাজের মাধ্যমে দেখাও যে, তোমরা অনুতপ্ত হয়েছ।* ৯  আর তোমরা মনে মনে এমনকী এই কথা বলার দুঃসাহসও দেখিয়ো না, ‘আমরা তো অব্রাহামের বংশধর।’ কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলো থেকে অব্রাহামের জন্য বংশধর উৎপন্ন করতে পারেন। ১০  ইতিমধ্যে গাছগুলোর মূলের কাছে কুড়াল রাখা আছে। তাই, যেকোনো গাছে উত্তম ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। ১১  তোমাদের অনুতাপের জন্য আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি ঠিকই, কিন্তু যিনি আমার পরে আসছেন, তিনি আমার চেয়ে শক্তিমান। আমি তাঁর জুতো খোলারও যোগ্য নই। তিনি তোমাদের পবিত্র শক্তিতে ও আগুনে বাপ্তিস্ম দেবেন।* ১২  তাঁর হাতে তুষ ঝাড়ার বেলচা* রয়েছে এবং তিনি তাঁর শস্য মাড়াই করার জায়গা পুরোপুরি পরিষ্কার করবেন। তিনি তাঁর গম গোলা ঘরে সংগ্রহ করবেন, কিন্তু তুষ এমন আগুনে পুড়িয়ে দেবেন, যা নেভানো যায় না।” ১৩  পরে যিশু যোহনের কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য গালীল থেকে জর্ডন নদীর তীরে এলেন। ১৪  কিন্তু, যোহন তাঁকে এই বলে বাধা দেওয়ার চেষ্টা করলেন: “আমারই আপনার কাছে বাপ্তিস্ম নেওয়া উচিত, আর আপনি কিনা আমার কাছে আসছেন?” ১৫  যিশু তাকে উত্তর দিলেন: “এখনকার মতো রাজি হও, কারণ ঈশ্বরের আদেশ* অনুযায়ী আমাদের সব কিছু করা উচিত।” তখন যোহন তাঁকে আর বাধা দিলেন না। ১৬  পরে যিশু বাপ্তাইজিত হওয়ার সঙ্গেসঙ্গে জল থেকে উঠলেন; আর দেখো! আকাশ খুলে গেল এবং যোহন দেখলেন, ঈশ্বরের পবিত্র শক্তি কপোতের* আকারে যিশুর উপর নেমে আসছে। ১৭  আর দেখো! স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল: “ইনি আমার প্রিয় পুত্র, তাঁর উপর আমি খুব সন্তুষ্ট।”

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
একটা বেল্টের মতো।
বা “নদীতে নিমজ্জিত হতে।”
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
আক্ষ., “প্রথমে, তোমরা অনুতাপের উপযুক্ত ফল উৎপন্ন করো।”
অর্থাৎ তিনি তোমাদের পবিত্র শক্তিতে অভিষিক্ত করবেন এবং আগুন দিয়ে ধ্বংস করবেন।
শস্য থেকে তুষ আলাদা করার জন্য কাঠের তৈরি বেলচাসদৃশ হাতিয়ার।
বা “কারণ ধার্মিকতা।”
অর্থাৎ ঘুঘু বা পায়রা-জাতীয় পাখি।