সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৩৬

যিহোবার কাছ থেকে “সম্পূর্ণ পুরস্কার”

যিহোবার কাছ থেকে “সম্পূর্ণ পুরস্কার”

(রূতের বিবরণ ২:১২)

  1. ১. যি-হো-বা তা-দের রা-খেন স্ম-র-ণে তাঁর,

    মন-প্রাণ যা-রা দেয় তাঁর কা-জে।

    তাঁর ম-নে আ-ছে, মা-ঝে-ম-ধ্যে এই ত্যাগ

    হ-ঠাৎ কষ্‌-টের বাঁধ যে ভা-ঙে।

    তাই, য-দি-ও আজ ছে-ড়ে এ-সে-ছ সব,

    ঘর-বা-ড়ি এ-বং প-রি-বার,

    দে-খো! পে-য়ে-ছ ভাই-দের মা-ঝে সেই-সব।

    প-রম-দে-শে পা-বে আ-বার!

    (কোরাস)

    দে-বেন নিশ্‌-চিত যি-হো-বা পু-রস্‌-কার।

    কর-বেন পূ-রণ ম-নের বা-ঞ্ছা য-ত।

    তাঁর প-ক্ষের নী-চে পা-বে আ-শ্রয়।

    যি-হো-বা বি-শ্বস্‌-ত, কেউ নেই তাঁর ম-তো।

  2. ২. জী-ব-নে য-খন ব-ড়ো ঝড় ব-য়ে যায়

    যে-ন ম-নে হয় পার-ছ না,

    যি-হো-বা এ-সে দাঁ-ড়া-বেন ঠিক পা-শে

    আর দে-বেন তো-মায় প্রে-র-ণা।

    কা-রণ তি-নি শো-নেন তো-মার প্রার্‌-থ-না,

    আর জা-নেন হৃ-দ-য়ের ক-থা।

    তো-মায় টে-নে তুল-তে আজ ভাই-বোন স-বাই,

    স-মর্‌-থ-নের দু-হাত বা-ড়ায়।

    (কোরাস)

    দে-বেন নিশ্‌-চিত যি-হো-বা পু-রস্‌-কার।

    কর-বেন পূ-রণ ম-নের বা-ঞ্ছা য-ত।

    তাঁর প-ক্ষের নী-চে পা-বে আ-শ্রয়।

    যি-হো-বা বি-শ্বস্‌-ত, কেউ নেই তাঁর ম-তো।

(আরও দেখুন বিচার. ১১:৩৮-৪০; যিশা. ৪১:১০.)