সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২

যিহোবা তোমার নাম

যিহোবা তোমার নাম

(গীতসংহিতা ৮৩:১৮)

  1. ১. জী-বন্‌-ত ও স-ত্য,

    র-য়ে-ছ যে অ-নন্‌-ত।

    ক-রে-ছ সব-ই সৃষ্‌-টি—

    যি-হো-বা তো-মার নাম।

    হ-য়ে-ছি কী খু-শি

    তো-মার-ই প-ক্ষে এ-সে!

    সব জা-তি এ-বং দে-শে

    নাম হোক তো-মার প্র-চার।

    (কোরাস)

    যি-হো-বা, যি-হো-বা,

    কেউ নেই তো-মার ম-তো।

    নেই আ-কা-শে, পৃ-থি-বী-তে,

    বা অ-ন্য আর কো-থাও।

    এ-কা তু-মি সার্‌-ব-ভৌ-ম;

    চাই জা-নুক তা স-বাই।

    যি-হো-বা, যি-হো-বা,

    কেউ নেই তো-মার ম-তো, কো-থাও।

  2. ২. যে-মন-টা তু-মি চাও,

    আ-মা-দের গ-ড়ে না-ও।

    চাই স-দা ম-নে রাখ-তে—

    যি-হো-বা তো-মার নাম।

    তাই সা-ক্ষি হই তো-মার।

    সেই না-মে তু-মি ডাক-লে

    আর কা-ছে টে-নে নি-লে—

    এক জা-তি সেই না-মে।

    (কোরাস)

    যি-হো-বা, যি-হো-বা,

    কেউ নেই তো-মার ম-তো।

    নেই আ-কা-শে, পৃ-থি-বী-তে,

    বা অ-ন্য আর কো-থাও।

    এ-কা তু-মি সার্‌-ব-ভৌ-ম;

    চাই জা-নুক তা স-বাই।

    যি-হো-বা, যি-হো-বা,

    কেউ নেই তো-মার ম-তো, কো-থাও।

(আরও দেখুন ২ বংশা. ৬:১৪; গীত. ৭২:১৯; যিশা. ৪২:৮.)