সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৮৭

এসো! সতেজ হও

এসো! সতেজ হও

(ইব্রীয় ১০:২৪, ২৫)

  1. ১. এই জ-গ-তের হাল তু-মি দে-খে-ছ কি?

    কেউ ঈ-শ্ব-রের পথ জা-নে না।

    তাই স্থির থাক-তে আ-মা-দের নির্‌-দেশ দর-কার।

    স-ফল হ-ব না যে এ-কা।

    তাই স-ভা স-তেজ ক-রে আ-শা জা-গায়

    আর ঈ-শ্ব-রে বি-শ্বাস বা-ড়ায়।

    সৎ কাজ কর-তে আ-মা-দের প্রে-র-ণা দেয়,

    সেই শক্‌-তি-তে ক-রি ল-ড়াই।

    যি-হো-বা যা ব-লেন তা শুন-ব স-দাই,

    তাঁর ই-চ্ছা পা-লন কর-তে চাই।

    যা স-ঠিক তা স-ভা-তে শি-খি কর-তে

    আর স-ত্য-কে আঁক-ড়ে ধর-তে।

  2. ২. যা চা-হি-দা আ-মা-দের ঈ-শ্বর জা-নেন।

    তাঁর ক-থা সব শুন-তে যে চাই।

    তাই, স-মস্‌-ত স-ভা-তে উ-প-স্থিত হই,

    তাঁর বা-ক্যে-তে বি-শ্বাস দে-খাই।

    পাই সৎ প-রা-মর্‌-শ স-ম-স্যা এ-লে,

    আর দে-খা-তে শি-খি বি-শ্বাস।

    দেয় প-রি-বার, বন্‌-ধু স-মর্‌-থন ব-হু।

    নই এ-কা, তাই হই না হ-তাশ।

    এই স-ভা-তেই আম-রা সব বন্‌-ধু-দের পাই।

    তাই বা-ড়া-ব মে-লা-মে-শা

    আর য-ত-ক্ষণ না আ-সে ঈ-শ্ব-রের দিন

    ছাড়-ব না স-ভা-তে আ-সা।