সরাসরি বিষয়বস্তুতে যান

কেন যিহোবার সাক্ষিরা উপাসনায় ক্রুশ ব্যবহার করে না?

কেন যিহোবার সাক্ষিরা উপাসনায় ক্রুশ ব্যবহার করে না?

 অনেক লোক ক্রুশকে খ্রিস্ট ধর্মের এক সর্বজনীন প্রতীক হিসেবে দেখে থাকে। যদিও আমরা অর্থাৎ যিহোবার সাক্ষিরা খ্রিস্টান, তবুও আমরা আমাদের উপাসনায় ক্রুশ ব্যবহার করি না। কেন?

 এর একটা কারণ হল, বাইবেল বলে, যিশু ক্রুশে মারা যাননি। এর পরিবর্তে, তিনি সাধারণ একটা কাষ্ঠদণ্ডে মারা গিয়েছিলেন। সেইসঙ্গে বাইবেল খ্রিস্টানদের জোরালোভাবে সাবধান করে বলে, যেন তারা “প্রতিমাপূজা হইতে পলায়ন” করে আর এর অর্থ হল, আমরা যেন উপাসনায় ক্রুশ ব্যবহার না করি।—১ করিন্থীয় ১০:১৪; ১ যোহন ৫:২১.

 আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যিশু বলেছিলেন, “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।” (যোহন ১৩:৩৪, ৩৫) এভাবে যিশু দেখিয়েছিলেন, ক্রুশ বা অন্য কোনো মূর্তি নয় বরং আত্মত্যাগমূলক প্রেমের মাধ্যমে তাঁর প্রকৃত অনুসারীদের শনাক্ত করা যাবে।