সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচ্ছদ বিষয়

অভ্যাস নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায়

অভ্যাস নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপায়
  • অ্যালবার্টের * ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। তার চোখে এখনও ঘুম লেগে রয়েছে। কিন্তু তাতে কী! তাকে যে এখন মর্নিং ওয়াকে যেতে হবে। তাই, তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে তিনি আগের রাতে গুছিয়ে রাখা জামাকাপড় পরে বেরিয়ে পড়েন। বিগত এক বছর ধরে তিনি এভাবেই সপ্তাহে তিন দিন মর্নিং ওয়াক করেন।

  • লিলি একটু আগে তার স্বামীর সঙ্গে ঝগড়া করেছেন। রাগের মাথায় কী করবেন ভেবে না পেয়ে তিনি রান্নাঘরে ছুটে যান আর একের-পর-এক চকোলেট বের করে খেতে থাকেন। মেজাজ খারাপ হলে তিনি সবসময় এ-রকমই করেন।

আপনারা কি অ্যালবার্ট ও লিলির মধ্যে কোনো মিল খুঁজে পেয়েছেন? একটা বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে আর তা হল, তারা উভয়ই অভ্যাসের দাস।

আপনার বিষয়ে কী বলা যায়? আপনি কি নিজের জীবনে ভালো অভ্যাস গড়ে তুলতে চান? হতে পারে, আপনি নিয়মিত শরীরচর্চা করতে, আরেকটু ঘুমাতে কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে চান।

আবার অন্যদিকে, আপনি হয়তো কোনো বদভ্যাস কাটিয়ে উঠতে চান। যেমন হতে পারে, ধূমপান করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া অথবা সবসময় ইন্টারনেটের জগতে ডুবে থাকা।

সত্যি বলতে কী, বদভ্যাস কাটিয়ে ওঠা খুব-একটা সহজ নয়। বদভ্যাস অনেকটা কাঁঠালের আঠার মতো, এক বার হাতে লেগে গেলে সহজে ছাড়ে না।

তাহলে, কীভাবে আপনি অভ্যাসের দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারেন এবং বদভ্যাস গড়ে তোলার পরিবর্তে ভালো অভ্যাস গড়ে তুলতে পারেন? পরবর্তী প্রবন্ধে দেওয়া তিনটে পরামর্শের কথা বিবেচনা করুন, যেগুলো পবিত্র শাস্ত্রের নীতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। (g16-E No. 4)

^ অনু. 3 এই প্রবন্ধে কিছু নাম পরিবর্তন করা হয়েছে।