সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের নাম জানার সঙ্গে যা জড়িত

ঈশ্বরের নাম জানার সঙ্গে যা জড়িত

ঈশ্বরের নাম জানার সঙ্গে যা জড়িত

আপনার নামের কি নির্দিষ্ট কোনো অর্থ রয়েছে? পৃথিবীর কিছু কিছু জায়গায়, এক শিশুকে অর্থপূর্ণ একটা নাম দেওয়ার রীতি রয়েছে। যে-নামটা বেছে নেওয়া হয়, তা হয়তো বাবা-মায়ের ধর্মীয় বিশ্বাস এবং নৈতিক মানগুলো অথবা সেই শিশুর ভবিষ্যৎকে ঘিরে তাদের আশা-আকাঙ্ক্ষা ও নানান স্বপ্নকে প্রতিফলিত করতে পারে।

অর্থপূর্ণ বিভিন্ন নাম দেওয়ার রীতি নতুন কিছু নয়। বাইবেলের সময়ে, ব্যক্তিগত নামগুলো যে-অর্থ প্রকাশ করত, সাধারণত সেই কারণে নামগুলো দেওয়া হতো। একজন ব্যক্তি জীবনে যে-ভূমিকা পালন করবেন বলে আশা করা হতো, নামগুলো তা ইঙ্গিত করত। উদাহরণস্বরূপ, দায়ূদকে তার ছেলে শলোমনের ভবিষ্যৎ ভূমিকা সম্বন্ধে বলতে গিয়ে যিহোবা বলেছিলেন: “তাহার নাম শলোমন [শান্ত] হইবে, এবং তাহার সময়ে আমি ইস্রায়েলকে শান্তি ও নির্ব্বিঘ্নতা দিব।”—১ বংশাবলি ২২:৯.

কখনো কখনো যিহোবা কোনো ব্যক্তিকে একটা নতুন নাম দিয়েছিলেন, যাকে নতুন কোনো ভূমিকা পালন করতে হয়েছিল। অব্রাহামের বন্ধ্যা স্ত্রী, সারা নাম পেয়েছিলেন যার অর্থ ছিল “রাণী।” কেন? যিহোবা ব্যাখ্যা করেছিলেন: “আমি তাহাকে আশীর্ব্বাদ করিব, এবং তাহা হইতে এক পুত্ত্রও তোমাকে দিব; আমি তাহাকে আশীর্ব্বাদ করিব, তাহাতে সে জাতিগণের [আদিমাতা] হইবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হইবে।” (আদিপুস্তক ১৭:১৬) স্পষ্টতই, যে-কারণে সারা এক নতুন নাম পেয়েছিলেন সেটা বোঝা, তার নতুন ভূমিকা বোঝাকে জড়িত করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম যিহোবা সম্বন্ধে কী বলা যায়? এটির অর্থ কী? মোশি যখন ঈশ্বরকে তাঁর নাম সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন, তখন যিহোবা উত্তর দিয়েছিলেন: “আমি যে আছি সেই আছি [“আমি যা হতে চাই, তা-ই হই,” NW]।” (যাত্রাপুস্তক ৩:১৪) যিহোবার নাম প্রকাশ করে যে, তিনি এমন একজন ঈশ্বর যিনি অসংখ্য ভূমিকা পালন করেন। এক সহজ উদাহরণ হিসেবে ধরুন: একজন মাকে হয়তো তার সন্তানের যত্ন নেওয়ার জন্য যে-প্রয়োজনগুলো দেখা দেয় সেই অনুসারে একজন নার্স, একজন রাঁধুনি, একজন শিক্ষিকা হিসেবে প্রতিদিন অনেক ভূমিকা পালন করার প্রয়োজন হতে পারে। যিহোবার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য, যদিও তা আরও নিখুঁতভাবে। মানবজাতির জন্য তাঁর প্রেমময় উদ্দেশ্য সম্পাদন করার জন্য প্রয়োজনীয় যে-কোনো ভূমিকা পালন করে তিনি যা হতে চান, তা-ই হতে পারেন। তাই নাম দ্বারা যিহোবাকে জানার সঙ্গে তাঁর বহু ভূমিকা সম্বন্ধে বোঝা ও সেগুলোকে উপলব্ধি করা জড়িত।

দুঃখের বিষয় যে, ঈশ্বরের ব্যক্তিত্বের সৌন্দর্য, যারা নাম দ্বারা তাঁকে জানে না তাদের কাছে গুপ্ত রয়েছে। কিন্তু, বাইবেল অধ্যয়ন করার দ্বারা আপনি একজন বিজ্ঞ পরামর্শদাতা, একজন শক্তিশালী পরিত্রাতা এবং একজন উদার জোগানদাতা ইত্যাদি হিসেবে যিহোবার ভূমিকাগুলোকে উপলব্ধি করতে পারবেন। বাস্তবিকই, যিহোবার নামের তাৎপর্যপূর্ণ অর্থ হল বিস্ময়কর।

তা সত্ত্বেও, নাম দ্বারা ঈশ্বরকে জানা সবসময় সহজ নয়। পরবর্তী প্রবন্ধটি দেখাবে যে, কেন। (w১০-E ০৭/০১)