প্রহরীদুর্গ জুলাই ২০১৩ | ঈশ্বর কি নিষ্ঠুর?

আজকের দিনে আমরা যে-প্রাকৃতিক দুর্যোগগুলো দেখি এবং যে-ঐশিক বিচারগুলো বাইবেলে লিপিবদ্ধ রয়েছে, সেগুলোর কারণে কেউ কেউ ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে। বাস্তব বিষয়গুলো কি প্রকৃতপক্ষে দেখায় যে, ঈশ্বর নিষ্ঠুর?

প্রচ্ছদবিষয়

কেন লোকেরা বলে যে, ঈশ্বর হলেন নিষ্ঠুর?

অনেকে মনে করে যে, ঈশ্বর হলেন নিষ্ঠুর অথবা উদাসীন। বাইবেল কী বলে?

প্রচ্ছদবিষয়

প্রাকৃতিক দুর্যোগগুলো—ঈশ্বর যে নিষ্ঠুর, সেটার কি প্রমাণ?

যেহেতু সত্য ঈশ্বর নিষ্ঠুরতাকে ঘৃণা করেন, তাহলে কেন তিনি নির্দোষ ব্যক্তিদের জীবন কেড়ে নেওয়ার জন্য প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটতে দেন?

প্রচ্ছদবিষয়

ঐশিক বিচারগুলো—সেগুলো কি নিষ্ঠুর ছিল?

এই প্রশ্নের উত্তরের জন্য, বাইবেলে ঐশিক বিচার সম্বন্ধীয় দুটো উদাহরণ—নোহের দিনের জলপ্লাবন ও কনানীয়দের পুরোপুরি ধ্বংস—বিবেচনা করুন।

প্রচ্ছদবিষয়

আপনি কি ঈশ্বরের ওপর আস্থা রাখবেন?

একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে ঈশ্বরকে জানার দ্বারা আপনি যে-পরিতৃপ্তি লাভ করেন, তা উপলব্ধি করুন।

বাইবেল জীবনকে পরিবর্তন করে

“আমার আচার-ব্যবহার নির্মম ছিল”

সংগীত জগতে সাফল্যতা সত্ত্বেও, এসা জানতেন, তার জীবনের কোনো অর্থ নেই। কীভাবে এই হেভি মেটাল মিউজিসিয়ান প্রকৃত সুখ খুঁজে পেয়েছিলেন, তা জানুন।

DRAW CLOSE TO GOD

“যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে”

লূক ১১ অধ্যায়ে দেওয়া যিশুর দুটো দৃষ্টান্ত পরীক্ষা করুন, যেগুলো ব্যাখ্যা করে, কীভাবে আপনি নিশ্চিত হতে পারেন যে, ঈশ্বর আপনার প্রার্থনা শোনেন।

DRAW CLOSE TO GOD

যিহোবা কি সত্যিই আপনার জন্য চিন্তা করেন?

আপনি কি এটাকে বিশ্বাস করা কঠিন বলে মনে করেন যে, ঈশ্বর ব্যক্তিবিশেষ হিসেবে আপনাকে মূল্যবান বলে মনে করেন? যোহন ৬:৪৪ পদে যিশুর কথাগুলো, ঈশ্বরের ব্যক্তিগত যত্নের প্রমাণ জোগায়।

আপনাদের সন্তানদের শিক্ষা দিন

একজন অপরাধীর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

যিশু তাঁর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে, মৃতপ্রায় একজন অপরাধীর কাছে পরমদেশে জীবন সম্বন্ধে প্রতিজ্ঞা করেছিলেন। যিশু কী বুঝিয়েছিলেন এবং সেই পরমদেশ কেমন হবে?

DRAW CLOSE TO GOD

যিহোবা “পক্ষপাতিত্ব করেন না”

ঈশ্বর তাঁর উপাসকদের প্রার্থনা শোনেন, তা তাদের বর্ণ, জাতীয়তা অথবা সামাজিক পদমর্যাদা যাই হোক না কেন। কীভাবে আমরা তা জানি?

বাইবেলের প্রশ্নের উত্তর

অনেকের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও, মানুষ বিশ্বশান্তি অর্জন করতে পারেনি। কেন, তা জানুন।

অনলাইনে তুলে ধরা আরও বিষয়বস্তু

কেন যিহোবার সাক্ষিরা সেই লোকেদের কাছে যান, যাদের ইতিমধ্যেই একটা ধর্ম রয়েছে?

কেন বিষয়টা আমাদের সেই লোকেদের কাছে যেতে অনুপ্রাণিত করে, যাদের নিজের ধর্ম রয়েছে?