সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৭৩

সাহস জোগাও দিতে সাক্ষ্য

সাহস জোগাও দিতে সাক্ষ্য

(প্রেরিত ৪:২৯)

  1. ১. য-খন ক-রি রা-জ্যের প্র-চার,

    য-খন সা-ক্ষ্য দিই তো-মার,

    লো-কে ক-ত কি-ছু ব-লে,

    ক-রে অ-প-মান আ-বার।

    ত-বু ভয় লোক-দের না পাই।

    তো-মার-ই বা-ধ্য থাক-তে চাই।

    আ-মা-দের দাও তাই তো-মার শক্‌-তি—

    তো-মা-কে এই ভি-ক্ষা জা-নাই।

    (কোরাস)

    সা-হস জো-গাও দি-তে সা-ক্ষ্য,

    ভয় কা-টা-তে সা-হা-য্য।

    সা-হস ভ-রে দাও এ বু-কে

    বল-তে চাই তো-মার রা-জ্য।

    হর-মা-গি-দোন আস-ছে কা-ছে,

    সেই পর্‌-যন্‌-ত যে-দিন আ-ছে

    সা-হস জো-গাও দি-তে সা-ক্ষ্য—

    প্রার্‌-থ-না এই।

  2. ২. য-দি হ-ই ভ-য়ে পা-থর,

    আম-রা ধূ-লি জা-ন তা।

    তো-মার স-মর্‌-থ-নের আ-শ্বাস,

    বি-শ্বাস ক-রি প্র-তি-জ্ঞা।

    স-হ্য কর-ছি অ-ত্যা-চার।

    ক-রো তাই আজ এর প্র-তি-কার।

    দাও স-হা-য়-তা জো-রে চল-তে,

    তো-মার নাম সা-হ-সে বল-তে।

    (কোরাস)

    সা-হস জো-গাও দি-তে সা-ক্ষ্য,

    ভয় কা-টা-তে সা-হা-য্য।

    সা-হস ভ-রে দাও এ বু-কে

    বল-তে চাই তো-মার রা-জ্য।

    হর-মা-গি-দোন আস-ছে কা-ছে,

    সেই পর্‌-যন্‌-ত যে-দিন আ-ছে

    সা-হস জো-গাও দি-তে সা-ক্ষ্য—

    প্রার্‌-থ-না এই।