সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৭৪

এসো, রাজ্যের গান গাই!

এসো, রাজ্যের গান গাই!

(গীতসংহিতা ৯৮:১)

  1. ১. এই খু-শির গান অ-পূর্‌-ব এক বি-জয় গীত

    যি-হো-বার নাম এর মা-ধ্য-মে জা-নাই।

    যি-হো-বার দাস-রা পায় এই গা-নে আ-শা।

    এ-সো স-বাই এক-সা-থে এই গান গাই:

    (কোরাস)

    ‘যি-শু রা-জা, আজ তাই স-বাই

    প্রায় সব ভা-ষায়, প্র-শং-সা গাই।’

    এই রা-জ্যের গান যি-হো-বার আ-নে গৌ-রব।

    এই গা-নের সুর তাঁর জ-ন্য হোক সৌ-রভ।

  2. ২. যি-হো-বার পু-ত্র, দে-খো, সিং-হা-স-নে!

    স-মস্‌-ত বি-শ্ব শী-ঘ্র হ-বে তাঁর।

    এক বি-শেষ জা-তি, অ-ভি-ষিক্‌-ত ভাই-বোন,

    এই রা-জ্যের গা-নে সুর মে-লান আ-বার:

    (কোরাস)

    ‘যি-শু রা-জা, আজ তাই স-বাই

    প্রায় সব ভা-ষায়, প্র-শং-সা গাই।’

    এই রা-জ্যের গান যি-হো-বার আ-নে গৌ-রব।

    এই গা-নের সুর তাঁর জ-ন্য হোক সৌ-রভ।

  3. ৩. এ-সো স-বাই এই গান ক-রি মু-খস্‌-থ,

    এর বার্‌-তা মন-কে ক-রে আ-কর্‌-ষণ।

    পৃ-থি-বী-ব্যা-পী ন-ম্র লোক স-মস্‌-ত

    এই গা-নের দ্বা-রা বল-ছে যে এ-খন:

    (কোরাস)

    ‘যি-শু রা-জা, আজ তাই স-বাই

    প্রায় সব ভা-ষায়, প্র-শং-সা গাই।’

    এই রা-জ্যের গান যি-হো-বার আ-নে গৌ-রব।

    এই গা-নের সুর তাঁর জ-ন্য হোক সৌ-রভ।