সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

ঈশ্বর কি সমস্ত প্রার্থনা শোনেন?

ঈশ্বর সমস্ত জাতির লোকেদের প্রার্থনা শোনেন। (গীতসংহিতা ১৪৫:১৮, ১৯) আমাদের উদ্‌বিগ্ন করে এমন যেকোনো বিষয় নিয়ে, তাঁর সঙ্গে কথা বলার জন্য ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের উৎসাহ দেয়। (ফিলিপীয় ৪:৬, ৭) কিন্তু, কিছু প্রার্থনা ঈশ্বরকে অসন্তুষ্ট করে। উদাহরণ স্বরূপ, মুখস্থ করা প্রার্থনা পুনরাবৃত্তি করা তাঁকে সন্তুষ্ট করে না।—পড়ুন, মথি ৬:৭.

এ ছাড়া, যিহোবা সেই লোকেদের প্রার্থনা শোনা পছন্দ করেন না, যারা ইচ্ছাকৃতভাবে তাঁর আইন লঙ্ঘন করে। (হিতোপদেশ ২৮:৯) উদাহরণ স্বরূপ, বাইবেলের সময়ে ঈশ্বর সেই ইস্রায়েলীয়দের প্রার্থনা শোনা প্রত্যাখ্যান করেছিলেন, যারা রক্তপাতের দোষে দোষী ছিল। স্পষ্টতই, ঈশ্বর যাতে আমাদের প্রার্থনা শোনেন, সেইজন্য আমাদের নির্দিষ্ট কিছু চাহিদা পূরণ করতে হবে।—পড়ুন, যিশাইয় ১:১৫.

ঈশ্বর যাতে আমাদের প্রার্থনা শোনেন, তার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে?

বিশ্বাস ছাড়া আমরা প্রার্থনায় ঈশ্বরের নিকটবর্তী হতে পারব না। (যাকোব ১:৫, ৬) আমাদের অবশ্যই এই দৃঢ়প্রত্যয় থাকতে হবে যে, তিনি আছেন ও আমাদের যত্ন নেন। বাইবেল পড়ার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করতে পারি, কারণ প্রকৃত বিশ্বাস ঈশ্বরের বাক্যে পাওয়া প্রমাণ ও নিশ্চয়তার ওপর ভিত্তি করে গড়ে ওঠে।—পড়ুন, ইব্রীয় ১১:১, .

আমাদের আন্তরিকভাবে ও নম্রতার সঙ্গে প্রার্থনা করা উচিত। এমনকী ঈশ্বরের পুত্র যিশুও নম্রভাবে প্রার্থনা করেছিলেন। (লূক ২২:৪১, ৪২) তাই, ঈশ্বরের কাছে দাবি করার পরিবর্তে, বাইবেল পড়ার দ্বারা আমাদের তাঁর চাহিদাগুলো বোঝার চেষ্টা করা উচিত। আর তা করার দ্বারা আমরা ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে প্রার্থনা করতে পারব।—পড়ুন, ১ যোহন ৫:১৪. (w১৩-E ০৮/০১)

অনলাইনে বাইবেলের আরও প্রশ্নের উত্তর পড়ুন।আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১৭ অধ্যায় দেখুন

www.dan124.com ওয়েবসাইট থেকে ডাউনলোড করার জন্য পাওয়া যাচ্ছে

[১৬ পৃষ্ঠার চিত্র]

কেন কিছু প্রার্থনা ঈশ্বরকে অসন্তুষ্ট করে?